"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Business-to-Business (B2B) in Bengali

Business-to-Business (B2B) কাকে বলে?

Definition (1):

Business-to-Business (B2B) বা ব্যবসা-থেকে-ব্যবসা হলো ব্যবসাসমূহের মধ্যে এক ধরনের ব্যবসায়িক লেনদেন, যেমন একজন প্রস্তুতকারক এবং পাইকারের মধ্যেকার একটি ব্যবসায়িক লেনদেন, বা একজন পাইকার এবং খুচরা বিক্রেতার মধ্যেকার একটি ব্যবসায়িক লেনদেন।

ব্যবসা-থেকে-ব্যবসা বলতে একটি কোম্পানি এবং একক ভোক্তাদের মধ্যেকার ব্যবসা না বুঝিয়ে, কোম্পানিসমূহের সধ্যে সংঘটিত ব্যবসাসমূহকে বোঝায়।

Definition (2):

ব্যবসা-থেকে-ব্যবসা হলো দুইটি ব্যবসার মধ্যেকার বাণিজ্য, একটি ব্যবসা এবং একজন একক ভোক্তার মধ্যেকার বাণিজ্য নয়। পাইকারী পর্যায়ের ব্যবসায়িক লেনদেনসমূহ সাধারণতঃ ব্যবসা-থেকে-ব্যবসা হয়।

Definition in English:

” Business-to-business – “B2B” – refers to commerce between two businesses rather than to commerce between a business and an individual consumer.”  

Use of the term in Sentences:

  • Generally, wholesale level transactions are business-to-business (B2B).
  • Mostly, retail-level transactions are not business-to-business (B2B).
Share it: